কুয়াকাটায় জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী আটক

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২:৩০ | প্রকাশিত : ২২ জুলাই ২০২৩, ২১:০৯

পর্যটন নগরী কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা গোপন বৈঠকে বসে নাশকতার পরিকল্পনা করছিল। শনিবার দুপুর ২টায় তাদের আটক করে মহিপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার (৩৭), আব্দুল হালিম হাওলাদার (৬৪), হারুন-অর-রশীদ (৫৭)। এদের সকলের বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন গ্রামে।

আটককৃত জামায়াত-শিবির নেতাকর্মীদের কাছ থেকে লিফলেট, জিহাদি বইসহ বিভিন্ন কাগজপত্র ও কয়েকটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আটককৃতরা এখানে বসে ৫০/৬০ জন লোক নিয়ে বড় কর্মিসভা এবং নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এরা হলেন এসআই শহিদুল, কনেস্টবল মাসুম, কনেস্টবল হাসান ও কনেস্টবল ফরহাদ। এদের কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :