যেভাবে ধরা হলো ‘হিন্দাল শারক্বীয়া’র আমিরকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৭:৩৭ | প্রকাশিত : ২৪ জুলাই ২০২৩, ১১:৫২

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কিছু দিন পর পর স্থান পরিবর্তন করতেন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান মাহমুদ। দশদিন আগে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে উঠেছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর আগে তার সর্বশেষ অবস্থান ছিল টাঙ্গাইলে।

অভিযানে থাকা র‌্যাবের একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আনিসুর রহমান ২০১৬ সালে সর্বপ্রথম বান্দরবানে থাকতেন। সেখানে বিভিন্ন মসজিদ, হোটেলে অবস্থান করতেন। পরবর্তীতে ২০১৮ সালে সেখানে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপরই নতুন জঙ্গি সংগঠন শুরু করেন। গতবছরের অক্টোবর পাহাড়ে র‌্যাবের অভিযান শুরু হলে পাহাড়ি এলাকা ছেড়ে সমতলে চলে আসেন মাহমুদ। এরপর পটুয়াখালী, ভোলা, টাঙ্গাইলে বিচ্ছিন্নভাবে অবস্থান শুরু করেছিলেন। সবশেষ দশদিন আগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাসা ভাড়া করে সেখানে অবস্থান করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত থেকে তার বাড়ির আশপাশে অবস্থান শুরু করে র‌্যাব সদস্যরা। আজ ভোরে তাকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগীকে অস্ত্র ও বিস্ফোরক গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আনিসুর রহমান মাহমুদের বাড়ি কুমিল্লায়। এ কারণেই ওই জেলা থেকে নতুন জঙ্গি সংগঠনটিতে বেশি সংখ্যক সদস্য যোগ দেন। যাদের অনেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।

ঢাকাটাইমস/২৪জুলাই/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সাবেক হুইপ ইকবালুর রহিমের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

মোহাম্মদপুরে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার

খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ জব্দ 

আফরোজা আব্বাসের নির্বাচনি প্রচারে হামলা: মহিলা লীগ নেত্রী মেরিনা গ্রেপ্তার

সবুজবাগে ওয়ার্কশপে গাড়ির মালিককে হত্যা: চাঁদপুর থেকে প্রধান আসামি গ্রেপ্তার

মিরপুরে শামীম হত্যা: যুব মহিলালীগ নেত্রী জুলিয়া আক্তার গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুলের ‘বান্ধবী’ তৌফিকার অর্থপাচরের অনুসন্ধানে সিআইডি

‘বান্ধবী’সহ সাবেক আইনমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লাইসেন্স করা পিস্তল মিলল পরিত্যক্ত অবস্থায়

জাতীয় পার্টির কার্যালয়ের বাড়িটি এস আলমের, রাষ্ট্রীয় সম্পত্তি করতে দুদকে চিঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :