বাঘারপাড়ায় সোলার ইরিগেশন প্রজেক্ট ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা, ১ শ বিঘা জমি অনাবাদি হওয়ার আশঙ্কা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৩, ২৩:১৫

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর খলিয়ে গ্রামে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ডিজেল ও বিদ্যুতের বিকল্প হিসেবে পরিচালিত ইরিগেশন প্রজেক্টটের সোলার ব্যবস্থাপনাটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার রাতের আঁধারে কে বা কারা ওই সোলার ব্যবহৃত পানি উত্তলন প্রকল্পটি ভেঙে দিয়েছে। এর ফলে চলতি আমন মৌসুমে ওই গ্রামের ১০০ বিঘা জমি অনাবাদি হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

মন্ডাজ কনসোর্টিয়াম লিমিটেডের সহযোগিতায় সরকারের পলিচালনায় আইডিসিএল এর প্রজেক্টের আওতায় গত ৮ বছর ধরে বৃহত্তর যশোরের তিনটি জেলায় নেয়া ১০টি প্রকল্প চলমান রয়েছে। যেখানে বিদ্যুৎ বা ডিজেলের সাহায্যে সেচের ব্যবস্থা নেই সেখানে ওই সোলার প্রজেক্ট চলছে। এতে করে ওই ১০টি অঞ্চলের কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের খলিয়া গ্রামে একটি প্রকল্প রয়েছে।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুম বিল্লাহ জানিয়েছেন, উপজেলার তৈলকুপা গ্রামের জয়নাল আবেদীন ওই প্রকল্পের কেয়ারটেকার হিসাবে কর্মরত রয়েছে। গত এক বছর ধরে তার বিরুদ্ধে ওই এলাকার কৃষক নানা অভিযোগ দেয়। ফলে তাকে ওই প্রজেক্টের চাবি হস্তান্তরের কথা বলে হলে সে আজ না কাল বলে ঘুরাতে থাকে। গত শনিবার তাকে চাবি দেয়ার কথা বলা হলে সে রেগে গিয়ে রাতের আঁধারে ওই প্রজেক্ট ভাংচুর করে বলে সন্দেহ হয়। এতে চলতি আমন মৌসুমে ওই এলাকার ১শ কৃষকের একশ বিঘা জমি অনাবাদি হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি এই ব্যাপারে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ইন্সপেক্টর মকবুল হোসেন জানিয়েছেন, খলিয়া গ্রামে বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার ইরিগেশনের একটি প্রজেক্ট ভেঙ্গে দেয়া হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করবেন।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :