এক হলেন রাজ-পরী! শুধু কি ছেলের জন্মদিন পালন, নাকি…

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৩, ১২:১৬| আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৩:২১
অ- অ+

মান-অভিমান ভুলে আবারও এক হলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও তার বর্তমান স্বামী অভিনেতা শরিফুল রাজ। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালন উপলক্ষে একসঙ্গে দেখা মিলল এই দম্পতির।

যদিও গত ১০ আগস্ট রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে ছেলে রাজ্যর জাঁকজমকপূর্ণ জন্মদিনের উৎসবে উপস্থিত ছিলেন না রাজ। তবে বুধবার রাতে ফের পরীমনি-রাজের সন্তানের জন্মদিন পালিত হয়েছে। আয়োজনে ছিল টিএম ফিল্মস।

ওই অনুষ্ঠানে একসঙ্গে রাজ-পরী ছাড়াও উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস এবং তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

বুধবার রাতের ওই উৎসবে সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ এবং পরীমনি। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। রাজ-পরীর সেই আনন্দঘন মুহূর্তের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তাপস।

যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরীমনি। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। সঙ্গে উঠেছে প্রশ্নও। অনেক নেটিজেন জানতে চেয়েছেন, রাজ আর পরীমনি কি এখন একসঙ্গে থাকছেন? রাজ কি জিনিসপত্র নিয়ে পরীমনির বাসায় ফিরে এসেছেন? নাকি জন্মদিন পালন পর্যন্তই শেষ?

এ সম্পর্কে জানতে ঢাকা টাইমস যোগাযোগ করেছিল পরীমনির সঙ্গে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নায়িকা কোনো সাড়া দেননি। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, রাজ-পরীকে জুটি করে সিনেমা বানাতে চলেছেন তাপস-মুন্নি দম্পতি। সে কারণেই তাদের একসঙ্গে ডাকেন। ছেলের জন্মদিনও পালন করেন।

মাস দুয়েক আগে রাগ করে পরীমনির বাসা ছেড়ে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান অভিনেতা রাজ। এ সময় সেখানে রাজ-পরীর ‘গুণীন’ ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবং তার স্ত্রীও উপস্থিত ছিলেন।

পরীমনির বাসা ছেড়ে যাওয়ার আগে রাজ গিয়াসউদ্দিন সেলিমকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর এই সংসারে ফিরবেন না। পরে পরীমনিও সংবাদমাধ্যমকে বলেন, ‘অসুস্থ’ এই সম্পর্ককে বাঁচিয়ে রাখার আগ্রহ তারও নেই, যে সম্পর্কে কোনো বিশ্বাস আর সম্মান নেই।

তবে বুধবার রাতে রাজ-পরীকে ফের একসঙ্গে দেখে খুশি দুই তারকার ভক্তরা। সবার প্রত্যাশা, বাকি জীবন মিলেমিশে থাকুক তাদের পছন্দের দুই তারকা।

২০২১ সালে প্রথমবার জুটি বেঁধে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণীন’ ছবিতে অভিনয় করেন রাজ ও পরীমনি। সেখান থেকেই তাদের সম্পর্ক হয়। মাত্র এক সপ্তাহ প্রেম করার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই মতো ওই বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়েও করেন।

এসব খবর পরীমনি ফেসবুকে প্রকাশ করেন গত বছরের ১০ জানুয়ারি। একইসঙ্গে জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। সেই মতো গত বছরের ১০ আগস্ট পৃথিবীতে আসে তাদের সন্তান রাজ্য। গত ১০ আগস্ট সেই রাজ্যর এক বছর পূর্ণ হয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দমলেন না পরীমনি, গৃহকর্মীর বিরুদ্ধে করলেন পাল্টা মামলা
মাদক সেবন করে নির্যাতন: পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীর মামলা
মেয়েটির কর্মকাণ্ড ছিল সন্দেহজনক, সবসময় ফোনে ব্যস্ত থাকত: গৃহকর্মীর জিডি প্রসঙ্গে পরীমনি
পরীমনির প্রাক্তন স্বামী সৌরভ ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা