বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ১৩:০২

কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পেকুয়া উপজেলা যুবদল।

বুধবার সকালে পেকুয়া উপজেলা যুবদলের পক্ষে এসব ত্রাণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ।

এ সময় উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে পেকুয়া সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার ৪ শতাধিক পরিবারকে এসব ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

সম্প্রতি পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় পেকুয়া সদরে প্লাবিত হয়েছে কয়েক হাজার বাড়িঘর। সাপের কামড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে শতাধিক পরিবার।

বন্যায় এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে পেকুয়া উপজেলা যুবদল। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়া উপজেলা যুবদল সবসময় অসহায় মানুষের কথা চিন্তা করেছে। অবহেলিত মানুষের দুর্দিনে পাশে থাকার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সব ধরনের পরিস্থিতিতে আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার কথাও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :