৮০ লাখ টাকার চোরাই স্বর্ণ পুঁতে রাখল ভিটে মাটিতে, মা-মেয়ে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৩, ২১:৩২
অ- অ+

ঢাকা থেকে চুরি হওয়া প্রায় ৮০ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজনকে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করেছে রাজধানীর পল্টন থানা পুলিশ। অভিনব কায়দায় পলিথিন মুড়িয়ে টিফিন ক্যারিয়ারে চোরাইকৃত প্রায় ৭৮ ভরি স্বর্ণালংকার মাটি খুঁড়ে পুঁতে রাখে এবং এরপর পুরো ঘর-ভিটা লেপে দেয়।

শুক্রবার আসামি দুজনকে আদালতে তুলেছে পুলিশ। তার আগের দিন বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় দুজনকে গ্রেপ্তার করে নেত্রকোণা থেকে ঢাকায় আনা হয়।

পল্টন থানা এলাকার বাসিন্দা এস এম সাইফুর হোসেন বৃহস্পতিবার পল্টন থানায় মামলা করেন। তিনি ৮০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকার চুরির অভিযোগ করেন।

গ্রেপ্তার দুজন হলেন শাপলা আক্তার (১৯) ও তার মা জোসেনা বেগম।

পুলিশ জানায়, শাপলা তার মায়ের প্ররোচনায় চুরি করে। মা ঢাকায় এসে চোরাই স্বর্ণসহ মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোণায় চলে যায়। বৃহস্পতিবার পল্টন থানায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই স্বর্নালংকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে নগদ টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা