বগুড়ার চিনিপাতাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৭

ওজন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে বগুড়ার চিনিপাতা দইঘরসহ দই প্রস্তুতকারী তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, চিনিপাতা দই ঘরের দইয়ের মোড়কে ৬৫০ গ্রাম দই থাকার ঘোষণা থাকলেও প্রকৃতপক্ষে ৫৩০ গ্রাম দই পাওয়া যায়।

এছাড়াও আলহাজ্ব মহরম আলি দই ঘর এবং আসল মহরম আলি দইঘরেও ঘোষণাকৃত ওজন অপেক্ষা কম ওজন পাওয়া যায়। চিনিপাতা দইঘরকে ৭০০০ টাকা, আলহাজ্ব মহরম আলি দইঘরকে ৬০০০ টাকা ও আসল আলহাজ্ব মহরম আলি দই ঘরকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :