সিল্ক রোড উৎসবে সেরা অভিনেত্রী ইরানের নার্গেস

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ১৬:২৩
অ- অ+

চীনের ফুঝুতে সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (এসআরআইএফএফ) ১০ম আসরে ইরানি অভিনেত্রী নার্গেস মোহাম্মাদি সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। ‘উইন্ড অফ চেঞ্জ’-এ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। বৃহস্পতিবার আয়োজকরা এই ঘোষণা দিয়েছে।

আব্বাস রাফেই পরিচালিত ‘উইন্ড অফ চেঞ্জ’ সারার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে। তিনি একদিন জানতে পারেন, তার স্বামী নিখোঁজ। ফলে তিনি এবং তার কিশোরী কন্যাকে কারো উপর নির্ভর করতে হয়েছে। প্রতিবেশীদের একজনের সাথে তারা মরিয়া হয়ে তাকে খুঁজতে শুরু করে।

৮৬মিনিটের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নার্গেস মোহাম্মাদি, ফারিবা নাদেরি, হানা হারান্দি, হেদিহ বাজভান্দ, মোহাম্মদ রেজা শরিফিনিয়া, মরিয়ম বুবানি, এবং স্যাম নুরি।

উৎসবে চীনা নাটক ‘গন উইথ দ্য বোট’ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ড্রামাটির পরিচালক জিয়াওউ চেন সেরা নতুন পরিচালকের পুরস্কার পেয়েছেন। সূত্র: তেহরান টাইমস

(ঢাকাটাইমস/০১অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা