কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৩, ২০:২৮
অ- অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রী নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে ২ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা বুধবার দুদক আইন-২০০৪ এর ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ এনে মামলাটি করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর দায়িত্বে আসার আগে ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত শাহজাহান আহমেদ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের দায়িত্বে ছিলেন।

শাহজাহান আহমেদের নামে ৭২ লাখ ৯ হাজার ও স্ত্রী নুরুন নাহারের নামে ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকাসহ মোট ২ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে।

এজাহারে বলা হয়, অবৈধ এই সম্পদের বৈধ উৎস জানাতে ব্যর্থ হয়েছেন শাহজাহান দম্পতি। শাহজাহান আহমেদ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ গৃহিণী স্ত্রীর নামে রেখেছেন।

শাহজাহান আহমেদ ১৯৮৭ সালে বস্ত্র অধিদপ্তরের ড্রাফটসম্যান পদে যোগদান করেন। ১৯৯১ সালে তিনি ডেপুটি জেলার হন। বর্তমানে তিনি সিনিয়র জেল সুপার পদে দায়িত্বে আছেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিংড়ায় নিজের বানানো বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
ফরিদপুরে বিএনপি কর্মীর বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা