জাতীয় পুরস্কার জিতেও যে কারণে উচ্ছ্বসিত নন সুভাশিষ ভৌমিক

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৩, ১৬:৩১| আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৬:৩৪
অ- অ+

সুভাশিষ ভৌমিক। নিয়মিত যারা ‘ইত্যাদি’ অনুষ্ঠান দেখেন, তাদের কাছে নামটি এবং নামের মানুষটি খুবই পরিচিত। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রাপ্তদের একজন হয়েছেন শুভাশিষ। তাও আবার সেরা খল অভিনেতা বিভাগে!

গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রাপ্তদের নাম প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। সেই তালিকায় রয়েছেন সুভাশিষ ভৌমিকও। দেশভাগের গল্পে নির্মিত ‘দেশান্তর’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা খল অভিনেতা নির্বাচিত হয়েছেন।

তবে এত বড় সম্মাননা জিতেও উচ্ছ্বসিত নন সুভাশিষ ভৌমিক। কিন্তু কেন?

অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি স্বাভাবিকভাবে খুবই আনন্দের। কিন্তু বিষয়টা আমার কাছে এরকম হয়ে গেছে- দীর্ঘদিন কোনো কিছুর আশায় থেকে তারপর পেলে যেমন হয় তেমন।’

সুভাশিষ বলেন, ‘এর আগে আমি ‘ভুবনমাঝি’-তে অভিনয় করেছি। সিনেমাটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছে। সেখানেও আমি খল চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু পুরস্কার পাইনি। যারা দেখেছেন, সবাই আমার অভিনয়ের খুব প্রশংসা করেছেন।’

জাতীয় পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বাস না পাওয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার ফলে বয়সের সঙ্গে সঙ্গে কিছু জিনিসের সহনশীলতা চলে আসে। আগ্রহটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে এসেছে যে, জাতীয় পুরস্কার পেয়ে আমি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, কিন্তু উচ্ছ্বাস পাচ্ছি না। অল্প বয়সে পেলে যে উচ্ছ্বাসটা থাকে, তা হারিয়ে গেছে। দেশ এবং জাতি আমাকে মূল্যায়ন করছে, এটা তো আনন্দেরই।’

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় ‘দেশান্তর’ সিনেমাটি। কবি ও ঔপন্যাসিক নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন।

সুভাশিষ ভৌমিক এখানে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যিনি দেশ এবং সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। রাতারাতি যার চেহারা, আচার আচরণ, কাজকর্ম পরিবর্তন হয়ে যায়। সেই চরিত্রই তাকে পাইয়ে দিল জাতীয় পুরস্কার।

(ঢাকা টাইমস/০২নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার
মোহাম্মদপুরে একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টা, পাটালি গ্রুপের চার সদস্য ডিবির জালে
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পাল্টা পদক্ষেপের হুমকি লুলা সরকারের
যমুনা ইলেকট্রনিক্সের ‘ঈদ ডাবল খুশি অফার’-এর ১৭ বিজয়ীর মাঝে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা