ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরায়েলের হামলা নিয়ে যা বললেন ওবামা

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১:৫৪ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১১:৪২

ইসরায়েলে হামাসের হামলা ছিল ‘ভয়াবহ’। তবে এখন ফিলিস্তিনিদের ওপর যা করা হচ্ছে তা সহ্যের বাইরে। ইসরায়েল ও হামাস দুই পক্ষের কেউই নিরপরাধ নয়।

পড সেভ আমেরিকা পডকাস্টের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার তিনি এই সাক্ষাৎকার দেন বলে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান ওবামা। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে যুদ্ধকে তুলে ধরা হচ্ছে তারও সমালোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

ওবামা বলেন, ‘হামাস ৭ অক্টোবর যা করেছে, তা ভয়ানক। এর পেছনে কোনো যুক্তি নেই। আবার এটাও সত্য যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এখন যা চলছে এবং আগে যেভাবে তাদের ভূখণ্ড অধিগ্রহণ করা হয়েছে তাও সহ্যের বাইরে।’

ফিলিস্তিন পরিস্থিতি বাইরে থেকে দেখলে যতটা সরল মনে হয় আসলে ততটাই জটিল বলেও মনে করেন ওবামা। বলেন, ‘সংকট নিরসনে কোনো গঠনমূলক উদ্যোগ নেওয়ার আগে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে, তা মেনে নিতে হবে।’

গাজায় নির্বিচারে ফিলিস্তিনিদের মৃত্যুর বিষয়টি তুলে ধরে ওবামা বলেন, ‘অথচ এই ফিলিস্তিনিদের সঙ্গে হামাসের কার্যক্রমের কোনো যোগসূত্র নেই। আমরা সবাই (নীরব থেকে) খানিকটা হলেও এই সংঘাতে অংশীদারের ভূমিকা পালন করেছি।’

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে ওবামা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান দেওয়ার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি এই সংঘাত সমাধানে সক্ষম হননি।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :