জামালপুরে কিশোরের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৩, ১৬:২৬
অ- অ+

জামালপুর সদর উপজেলায় সিয়াম মিয়া (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জামালপুর পৌরসভার পশ্চিম নয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী অহনা আফরিন মাহিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত সিয়াম মিয়া ওই এলাকার গোলাম রাব্বানীর ছেলে। সে নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, গত ৬ থেকে ৭ মাস আগে সিয়াম ও মাহিয়া প্রেম করে বিয়ে করেন। পরিবারের সঙ্গে বনিবনা ছিল না তাদের। তাই তারা পাশেই একটি ভাড়া বাসায় থাকতো। প্রেম করে বিয়ে করলেও তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকতো। রাতে সিয়াম ব্যাডমিন্টন খেলে বাসায় ফিরে। সকালে সিয়ামের স্ত্রী মাহিয়া খবর দেয় সিয়াম আত্মহত্যা করেছে। পরে স্থানীয়রা গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবার ও স্থানীয়দের দাবি সিয়ামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা