শৈলকুপায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৪:৫৮ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩, ২১:৪৯

ঝিনাইদহের শৈলকুপায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস নামে অপর দুই আরোহী আহত হন।

সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর ৩ জন কর্মচারী মোটরসাইকেলে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ রাস্তায় ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর ৩ জন কর্মচারী।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুরদাস মণ্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকা টাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :