জয়পুরহাটে রেলওয়ের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১৯:০৮

জয়পুরহাটে রেলওয়ের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ। মঙ্গলবার দুপুরে ভূ-সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ের পশ্চিমাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে শহরের রেলগেট থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

রেল বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে ১০০টি স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন দখলদাররা।

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ের পশ্চিমাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, জয়পুরহাট রেল স্টেশন এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ হবে। রেললাইন সম্প্রসারণ ও সোজা করা হবে। এজন্য জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

(ঢাকা টাইমস/২৮ নভেম্বর/পিএস/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :