কক্সবাজারে মাদক মামলায় ছয় রোহিঙ্গার যাবজ্জীবন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২০:২২ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৯

১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচার মামলায় ছয় রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালত এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের নাগরিক কেফায়েত উল্লাহ, হোছন, মো. শরীফ, সৈয়দুর রহমান, নুর হোসেন ও মোহাম্মদ হোসেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট বদিউল আলম (সোহেল)। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের নাজির বেদারুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনা সংঘটিত হওয়ার এক বছর তিন মাস ১৩ দিনের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ আগস্ট বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই ছয় রোহিঙ্গা যুবককে আটক করে। পরে মো. সিরাজুল ইসলাম মোস্তফা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি মামলাটির চার্জ গঠন করা হয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।

মামলার বাদী সিরাজুল মোস্তফা মুকুল জানান, অভিযানের স্বার্থকতা তখনই আসে, যখন আসামিদের শাস্তি নিশ্চিত হয়।

(ঢাকা টাইমস/১ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :