বরকলে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

বরকল(রাঙামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৮ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০২

রাঙামাটিতে ৪৫ বিজিবি বরকল জোনের উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে ৪৫ বিজিবি বরকল জোনের উদ্যোগে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বিজিবির বরকল জোনের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৪৫ বিজিবি বরকল জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. শামসুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন। এ সময় আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তির পূর্বে আমাদেরকে কঠিন পরিস্থিতিতে দিনযাপন করতে হয়েছে। ১৯৯৭ সালে শান্তি চুক্তি স্বাক্ষরের পর এখানকার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। এখানে অনেক উন্নয়ন হয়েছে।

তবে পার্বত্য শান্তি চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো দুপক্ষের মধ্যে প্রশ্ন রয়ে গেছে বলে জানান তিনি।

৪৫ বিজিবি বরকল জোনের অধিনায়ক মো. শামসুল কবীর বলেন, শান্তি চুক্তির ২৬ বছরে যে অর্জন হয়েছে তা নেহায়েত কম নয়। এরচেয়ে ভালো কিছু হতে পারতো। কিন্তু আমরা সেভাবে এগিয়ে যেতে পারিনি।

সভাশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ৪৫ বিজিবি বরকল জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. শামসুল কবীর।

এদিকে দিবসটি উপলক্ষে ছোট হরিণা ১২ বিজিবি জোনের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে ১২ বিজিবি জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. মীর হাসান শাহরিয়ার মাহমুদ, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশীদ মামুন ও বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :