নির্যাতনের বিচার দেওয়ায় মাদরাসা ছাত্র খুন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:৩৯ | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:৫১

নির্যাতনের বিচার দেওয়ায় পটুয়াখালীর বাউফলে মো. আতিকুর রহমান (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে খুন করেছে একই মাদরাসার অপর শিক্ষার্থী ইসমাইল।

শনিবার রাতে ইসমাইলের স্বীকারোক্তি মতে বাউফলের পাকডাল গ্রামের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

আতিকুর বাউফলের ফজলুর রহমান রাহিমিয়া দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদরাসার হেফজ শাখার ছাত্র ছিল। সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের মধ্য জিরাইল গ্রামের মো. সরোয়ার সরদারের ছেলে। এ ঘটনায় হত্যাকারী ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসমাইল পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার মজিবর রহমান হাওলাদারের ছেলে।

রবিবার সকালে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা মোসাম্মৎ হামিদা বেগম বাদী হয়ে ইসমাইলকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ইসমাইল প্রায়ই আতিককে বলাৎকার করতো। বিষয়টি আতিক তার মা হামিদা বেগমকে জানালে তিনি মাদরাসার হুজুরকে জানিয়ে বিচার দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে আতিককে খুন করার পরিকল্পনা করে ইসমাইল। একপর্যায়ে শুক্রবার রাতে আতিকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পাশ্ববর্তী মসজিদের শৌচাগারের সেপটিক ট্যাংকির ভেতর লুকিয়ে রাখে।

নিহত আতিকের মামা হাসান মাহমুদ বলেন, শনিবার সকাল থেকে আতিককে পাওয়া যাচ্ছে না বলে মাদরাসা কর্তৃপক্ষ আমাকে জানায়। খবর পেয়ে মাদরাসায় গিয়ে ছাত্রদের কাছে জানতে পারি শুক্রবার সন্ধ্যায় ইসমাইলের সঙ্গে আতিকের মারামারি হয়েছে।

এ ব্যাপারে ইসমাইলকে জিজ্ঞাসা করলে সে এলোমেলো কথা বলতে থাকে। এতে আমার সন্দেহ হয়। পরে চাপ প্রয়োগ করার এক পর্যায়ে আতিককে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয় ইসমাইল। লাশ কোথায় রেখেছে জানতে চাইলে ইসমাইল পাশ্ববর্তী মসজিদের সেপটিক ট্যাংকির কাছে নিয়ে যায়। সেখানে আতিকের লাশ দেখে আমি পুলিশকে খবর দেই।

পুলিশ এসে ইসমাইলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার সময় স্থানীয়রা লাশের পরিবর্তে লাশ চাই স্লোগান তুলে বিক্ষোভ মিছিল করে মাদরাসায় ভাঙচুর চালায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আতিকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/৩ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি গ্রহণে পিছিয়ে আছি: কৃষিবিদ শওকত ওসমান

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, ভূমি অধিগ্রহণে জটিলতা

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

এই বিভাগের সব খবর

শিরোনাম :