ইসরায়েলিদের ওপর ইইউর ভিসা নিষেধাজ্ঞা চায় জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৮
অ- অ+

ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারী চরমপন্থী ইসরায়েলিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়কে স্বাগত জানিয়ে জার্মানি বলছে, ইউরোপীয় ইউনিয়নও এই নিষেধাজ্ঞা বিবেচনা করুক।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা করেছিল যে, তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। জার্মানি এই ঘোষণাকে স্বাগত জানায়। জার্মানি চায় ইউরোপীয় ইউনিয়নও চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করুক।

সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, উগ্রপন্থী বসতি স্থাপনকারী যারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ করেছে, তাদের ওপর ভিসানীতি কার্যকর হবে।

ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা যারা বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক প্রয়োজনগুলো গ্রহণ করতে অযৌক্তিকভাবে বাধা দেবে, তাদেরকে এই ভিসানীতির আওতায় নিয়ে আসা হবে।

পরে মঙ্গলবার রাতে ভিসানীতি প্রয়োগ শুরুর কথা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা