আরও ৪৮ ইউএনওকে বদলির সম্মতি ইসির

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও ৪৮ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার দুপুরে ইসির একটি সূত্র বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১ ডিসেম্বর দেশের সব উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো নির্দেশনায় যেসব উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে ১ (এক) বছরের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, প্রথম ধাপে তাদের অন্য জেলায় বদলি করতে বলে ইসি। ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। এই তালিকা পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ১১০ ইউএনও বদলির প্রস্তাবে সম্মতি দেয় ইসি। দ্বিতীয় দফায় আরও ৪৮ ইউএনওকে বদলির সম্মতি দেওয়া হলো।
আরও পড়ুন>৩৩৮ ওসি ও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন দিল ইসি
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এলএম/ইএস)

মন্তব্য করুন