অর্থ আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৫১ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৯

রাজধানীতে ডিজিটাল মোবাইল ব্যাংকিং নগদের অর্থ আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় গাজীপুরের শ্রীপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২। আটক যুবকের নাম মো. পলাশ (৩৩)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মো. হায়দারের ছেলে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. পলাশ এক বছর ধরে কামরাঙ্গীরচর এবং হাজারীবাগ এলাকার ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর সফটেল প্রতিষ্ঠানের ডিএসও হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগদ এজেন্ট ও প্রতিষ্ঠানে নগদের টাকা গ্রহণ এবং তা নিজ প্রতিষ্ঠানে জমা করার দায়িত্ব পালন করতেন। গত ২ অক্টোবর এজেন্টদের কাছ থেকে ১১ লাখ ৯৭ হাজার টাকা সংগ্রহ করে সন্ধ্যায় অফিসে জমা না করে পালিয়ে যান। এ ঘটনার পর থেকে তিনি পরিবারসহ আত্মগোপন করেন।

এ ঘটনায় অফিসের ম্যানেজার বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেন। এর পর গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেপ্তার করে।

তথ্য যাচাইবাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জুতা রাখা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী সাবেরকে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমোদন দুদকের

চুরির মামলা তদন্তে নেমে একে একে মিলল ৫ অস্ত্র

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :