রূপালী ব্যাংকের নামে যুক্ত হলো ‘পিএলসি’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬| আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২১:০৯
অ- অ+

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের নামের শেষে যুক্ত হয়েছে ‘পিএলসি’। এখন থেকে ব্যাংকটির নাম হবে রূপালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার বিআরপিডি সার্কুলার লেটার নং- ৭৭ মোতাবেক রূপালী ব্যাংক লিমিটেডকে রূপালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। ফলে এখন থেকে রূপালী ব্যাংক পিএলসি হিসেবে নতুন নামে ব্যাংকিং কার্যক্রম শুরু করবে ব্যাংকটি।

গত ২২ ফেব্রুয়ারি ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) যোগ করতে পরিপত্র জারি করে বাংলাদেশ ব্যাংক।

পরিপত্রে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংক কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি গ্রহণের আবশ্যকতা রয়েছে। নামের শেষে পিএলসি যোগ করতে ব্যাংক কোম্পানিগুলোকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুলাই ভার্চুয়ালি অনুষ্ঠিত ব্যাংকের এক বিশেষ সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে ব্যাংকের নাম রূপালী ব্যাংক লিমিটেড থেকে রূপালী ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৮৬ সালে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি পূঁজিবাজারে তালিকাভূক্ত হয়।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে মুমূর্ষু লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের
নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস
সাবেক সেনাপ্রধান হারুনের শেষ তিন ইচ্ছা পূরণ, দান করলেন দুচোখও
জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না: হেফাজতের আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা