কলাপাড়ায় মহান বিজয় দিবস পালিত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:১৮

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, পর্যটন নগরী কুয়াকাটা ও মহিপুর থানায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করে।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ কুয়াকাটা পৌরসভা, পৌর আওয়ামী লীগ, কুয়াকাটা নৌপুলিশ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অপরদিকে মহিপুর থানা পুলিশ, মহিপুর থানা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ, খানাবাদ ডিগ্রি কলেজ, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ, মহিপুর কো-অপ. মাধ্যমিক বিদ্যালয় নানা আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি পালন করে।

এদিন সকাল ১০টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লার নেতৃত্বে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন কর্পোরেশন মাঠে গিয়ে শেষ হয়।

অপরদিকে কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদারের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :