বিজয় দিবসের ছোঁয়া হাসপাতালেও, বিশেষ খাবার পেলেন রোগীরা

মেহেদী হাসান, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:১৬ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:০৮

মহান বিজয় দিবস আজ। সারাদেশে দিবসটি নানা আয়োজনে পালিত হচ্ছে। বিজয় দিবসের ছোঁয়া লেগেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের তালিকায় আজ ছিল মোরগ পোলাও ও একটি করে আপেল। এমন খাবার পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা। শনিবার বিজয় দিবসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

অসুস্থ মায়ের সঙ্গে আকলিমা হাসপাতালে এসেছেন নেত্রকোনা থেকে। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘আমি মাকে নিয়ে হাসপাতালে এসেছি কয়েকদিন হলো। মা খুবই অসুস্থ। তার চিকিৎসার জন্য হাসপাতালেই সব সময় থাকতে হচ্ছে আমাকে। আজ বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল থেকে পোলাও, মুরগির রেজালা ও একটি করে আপেল দেওয়া হয়েছে রোগীদের জন্য।

সোহেলা বেগম বরিশাল থেকে হাসপাতালে এসেছেন অসুস্থ স্বামীকে নিয়ে। স্বামীর সঙ্গে হাসপাতালে আছেন ২৩ দিন ধরে। একা হওয়ায় ভীষণ বেগ পেতে হচ্ছে। তিনি জানান, এখানকার খাবারের মান, হাসপাতালের পরিবেশ ও ডাক্তারের উপস্থিতি অনেক ভালো। তিনি ভাবেননি যে সরকারি হাসপাতালে এতো ভালো সেবা পাবেন! আজ বিজয় দিবসে পেয়েছেন বিশেষ খাবার। খেয়েছেন মোরগ পোলাও, সঙ্গে একটি আপেল।

কুমিল্লা থেকে অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছেন সোলায়মান। তিনি জানান, হাসপাতালে প্রবেশ করেই বেশ অবাক হয়েছেন তিনি। তার ধারণা ছিল, সরকারি হাসপাতালের পরিবেশ খারাপ হবে। কিন্তু রোগীকে দেখতে এসে হাসপাতালে ঢুকতেই তার সে ধারণা পাল্টে গেছে।

সোলায়মান তার রোগীর জন্য হাসপাতালের বাহির থেকে খাবার কিনে আনতে চাইলে রোগীর স্বজনরা জানান, বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল থেকে আমাদের মোরগ পোলাও আর ফল দিয়েছে। ভালো খাবার এখন হাসপাতাল থেকেই দেয়। বাহির থেকে আমাদের খাবার কিনে আনতে হয় না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা টাইমসকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আজ রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের তালিকায় ছিল- পোলাও, মুরগির রেজালা আর একটি করে আপেল।

বিজয় দিবসে সরকারি ছুটির দিন হলেও প্রায় ২ শতাধিক ডাক্তার রয়েছেন। তারা নিয়মানুযায়ী রোগীদের দেখছেন, পরামর্শ দিচ্ছেন।

তিনি বলেন, এ পর্যন্ত রোগীদের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এমএইচ/বিবি/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ হবে: তথ্য প্রতিমন্ত্রী

সব বাধা অতিক্রম করে জনগণের জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

দেশে ১৩ শতাংশ মানুষ চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছে

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএমের কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়

জাহাজে হজযাত্রী পরিবহনের বিষয়টি ‘ইনকারেজ’ করছে না সৌদি: ধর্মমন্ত্রী

জিসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আশাবাদী সরকার

জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :