জামালপুরে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয় দেওয়া প্রতারক আটক

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০৭ | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৩

জামালপুর সদর উপজেলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর ফিল্ড অফিসার পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের মিরিকপুর টিংলা টেকি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আনিছুর রহমান (১৯) জেলার ইসলামপুর উপজেলার দক্ষিণ দড়িয়াবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরিকপুর টিংলা টেকি এলাকার খালপাড় থেকে ধাওয়া এক ব্যক্তি শাহজাহান আলীর বাড়িতে আসে। এ সময় শাহজাহান আলী বাড়িতে ছিলেন না। পরে তার স্ত্রী তাকে খবর দেয়। খবর পেয়ে শাহজাহান বাড়িতে এসে ওই লোকের সঙ্গে কথা বলেন। সে নিজের আনিছুর রহমান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার পরিচয় দেয়। এ খবরে ওই বাড়ির সামনে স্থানীয় লোকজন ভিড় করেন। স্থানীয় লোকজনের কাছে তার পরিচয়ের বিষয়টি সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, ‘ভুয়া পরিচয় দানকারীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :