প্রবাসী কল্যাণের নতুন সচিব রুহুল আমীন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন মো. রুহুল আমীন। বর্তমানে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমীনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। এছাড়া তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এসএস/কেএম)

মন্তব্য করুন