সুনামগঞ্জে চলছে টিলা কাটার মহোৎসব, নীরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৫

পরিবেশ আইন লঙ্ঘন করে নির্বিচারে টিলা কেটে বসতঘর তৈরি করছে স্থানীয় লোকজন। প্রকাশ্যে টিলা কাটলেও নীরব রয়েছে প্রশাসন।

টিলা কাটার ফলে ওই এলাকায় ভূমিধস ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

এলাকাবাসী জানান, আইন অনুযায়ী টিলা কাটা না গেলেও উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনি গ্রামে আইন লঙ্ঘন করে টিলা কাটা হচ্ছে।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দক্ষিণ কলোনি গ্রামের আব্দুল আলী, রাব্বিল, আব্দুল বারেক, রফিকুল ইসলাম টিলা ও টিলায় থাকা গাছ কেটে বাড়ি তৈরি করছেন। তাদের বক্তব্য হলো, বাড়ি করার জায়গা নেই। তাই টিলা কেটে থাকার জায়গা করছেন।

দোয়ারাবাজার ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস বলেন, টিলা কাটা আইনত নিষিদ্ধ। এলাকায় ঘুরে টিলা কাটার সত্যতা পাওয়া যাওয়ায় তাদেরকে টিলা কাটতে নিষেধ করা হয়েছে। যারা টিলা কেটেছে তাদেরকে রবিবার এসিল্যান্ড স্যারের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী বলেন, দক্ষিণ কলোনি এলাকায় টিলা কাটার খবর পেয়ে ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাসকে পাঠানো হয়েছে। টিলা কাটার বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :