অনিয়ম ও সহিংসতা: ৯টি আসনের ২১ কেন্দ্রের ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৩ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৯:২১

অনিয়ম ও সহিংসতার অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়টি আসনের ২১টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘটনায় ২০ জনের বেশি ব্যক্তিকে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এদের মধ্যে রয়েছেন প্রিজাইডিং অফিসাররাও।

ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

কমিশন সূত্র জানায়, নানা অনিয়ম ও সহিংসতার ঘটনায় কুমিল্লা, নরসিংদীসহ ছয়টি জেলার নয়টি আসনের ২১ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

ভোট স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো-

সুনামগঞ্জ-২: মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭ নং কেন্দ্র), নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬ নং কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)।

কক্সবাজার-১: চরণদ্বীপ ভূমিহীন প্রাথমিক বিদ্যালয় (২৫ নং কেন্দ্র), দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭৪ নং কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০ নং কেন্দ্র)।

জামালপুর-৫: জাগির মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)।

নরসিংদী

নরসিংদী-৪: ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র),

নরসিংদী-৩: দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা (৫ নং কেন্দ্র), ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ নং কেন্দ্র)।

টাঙ্গাইল-২: কাহেতা সরকারি প্রাথমিক স্কুল (১৬ নং কেন্দ্র)।

কুমিল্লা

কুমিল্লা-৩: গুর্গারাম (ডি.আর) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (৭৬ নং কেন্দ্র), ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় ( ৮১ নং কেন্দ্র);

কুমিল্লা-৪: সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪ নং কেন্দ্র), বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ নং কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসা (৩৫ নং কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৮ নং কেন্দ্র), আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪৯ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-১ (৭৪ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-২ (৭৫ নং কেন্দ্র), বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩ নং কেন্দ্র)।

এদিকে সারা দেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। এর কিছু কম- বেশিও হতে পারে। আরও পরে চূড়ান্তভাবে বিষয়টি জানা যাবে।

ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :