বগুড়ার ৭টি আসনে বিজয়ী হলেন যারা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩১
অ- অ+

ভোট গণনা শেষে বেসরকারিভাবে বগুড়ার ৭টি আসনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে৷ রোববার রাতে বগুড়া জেলা প্রশাসক ও রিটা‌র্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এই ফলাফল ঘোষণা ক‌রেন।

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নান ৫১ হাজার ৪৯৪ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাজাদী আলম লিপি তবলা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৮৪ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল মার্কার শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি আসনটির ১১০টি কেন্দ্রে পেয়েছেন মোট ৩৬ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট৷

বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে ট্রাক প্রতীকে ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী। তিনি আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা অজয় কুমার সরকার পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট। ওই আসনে গত দুবারের সংসদ সদস্য ও জোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল নুরুল ইসলাম তালুকদার পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনেও তৃতীয়বারের মতো জয় পেয়েছেন জাসদ নেতা রেজাউল করিম তানসেন। তিনি নৌকা নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা ঈগল মার্কায় পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। এই আসনে আলোচিত প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রাতীকে আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট৷

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জয় পেয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলটির প্রার্থী মজিবর রহমান মজনু৷ তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোট প্রার্থী নজরুল ইসলাম মিনার প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট।

বগুড়া-৬ (সদর) আসনে টানা দুবার জয় পেলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলটির প্রার্থী রাগেবুল আহসান রিপু। তিনি পেয়েছেন ৫৩ হাজার ২২৬ ভোট৷ তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট।

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনেও ৯১ হাজার ২৯ ভোট পেয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি লাঙ্গল এটিএম আমিনুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট। এই আসনের বর্তমান এমপি রেজাউল করিম বাবলু আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তিনি পেয়েছেন ২০০৭ মোট ভোট।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে মুমূর্ষু লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের
নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস
সাবেক সেনাপ্রধান হারুনের শেষ তিন ইচ্ছা পূরণ, দান করলেন দুচোখও
জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না: হেফাজতের আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা