নেত্রকোনা-৩ আসনে জামানত হারাচ্ছেন ৪ প্রার্থী

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ২০:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ চার প্রার্থী। ভোটের ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী ট্রাক প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ৭৬৮০৩ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল পেয়েছেন ৭৪৫৫০।

অপরদিকে সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের প্রার্থী মঞ্জুর কাদের কোরায়েশী পেয়েছেন ৫৪৬০ ভোট। তৃণমূল বিএনপির মিজানুর রহমান সোনালি আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৭ ভোট। ইসলামি ঐক্য জোটের এহতেশাম সারোয়ার মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৪ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির জসীম উদ্দিন ভূঞা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯০ ভোট।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে অথবা শতকরা হিসাবে সাড়ে ১২ শতাংশের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।

সেই হিসাবে সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের প্রার্থী মঞ্জুর কাদের কোরায়েশী, তৃণমূল বিএনপির মিজানুর রহমান, ইসলামি ঐক্য জোটের এহতেশাম সারোয়ার এবং জাতীয় পার্টির জসীম উদ্দিন ভূঞা জামানত হারাচ্ছেন।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :