সোনালীর পরিবারের সন্ধান চায় ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ২২:১৪
অ- অ+

সোনালী নামের ২৫ বছর বয়সী একজন বাক প্রতিবন্ধী নারী পাওয়া গেছে নিরুদ্দেশ অবস্থায়। উদ্ধারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে। সোনালীর স্বজনদের সন্ধান পেতে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি ঢাকাটাইমসকে জানান, ৪ জানুয়ারি বিকালে তেজগাঁওয়ের তেজকুনি পাড়া রাজা মিয়ার গলিতে ওই নারীকে কান্নাকাটি করতে দেখেন স্থানীয়রা।

পরে ওই নারীকে তারা তেজগাঁও থানায় নিয়ে আসেন। সেখানে একটি কাগজে ওই নারী তার নাম লিখেন সোনালী। এরপর তেজগাঁও থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করে। এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে ওই নারী ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

বাক প্রতিবন্ধী নারীর কোনো স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের মোবাইল ০১৩২০০৪২০৮৫ অথবা ০১৩২০০৪২০৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা জানানো হয় তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এসএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা