ভোলায় সিগারেট নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

ভোলার বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে মো. সজীব (২১) নামে এক যুবককে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেউলা গ্রামে প্রতিপক্ষ যুবকেরা তাকে পিটিয়ে খুন করে। তিনি ওই উপজেলার দেউলা গ্রামের মো. আবুল কালামের ছেলে।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবক সজীবকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা সজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন