ভোলায় সিগারেট নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১৩:১০
অ- অ+
প্রতীকী ছবি।

ভোলার বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে মো. সজীব (২১) নামে এক যুবককে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেউলা গ্রামে প্রতিপক্ষ যুবকেরা তাকে পিটিয়ে খুন করে। তিনি ওই উপজেলার দেউলা গ্রামের মো. আবুল কালামের ছেলে।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবক সজীবকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা সজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা