আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। আজ রবিবার এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি। গতকাল শনিবার এ জেলায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি।
জেলায় সন্ধ্যার পর থেকে হিমেল বাতাসের তীব্রতা আরও বাড়তে থাকে। এর সঙ্গে নতুন মাত্রা যোগ করে ঘন কুয়াশা। দুপুর পর্যন্ত সূর্যেরও দেখা পাওয়া যায় না। যতটুকুই বা সূর্যের দেখা মিলে তাও তাপহীন।
এদিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মাসে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)
মন্তব্য করুন