আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৪১ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। আজ রবিবার এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি। গতকাল শনিবার এ জেলায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি।

জেলায় সন্ধ্যার পর থেকে হিমেল বাতাসের তীব্রতা আরও বাড়তে থাকে। এর সঙ্গে নতুন মাত্রা যোগ করে ঘন কুয়াশা। দুপুর পর্যন্ত সূর্যেরও দেখা পাওয়া যায় না। যতটুকুই বা সূর্যের দেখা মিলে তাও তাপহীন।

আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহ বইছে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলায়। হিমেল হাওয়া বইছে, অনুভূত হচ্ছে কনকনে শীত। এ কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। তারা এই শীতে আর বাইরে বের হতে পারছেন না। স্বাভাবিক জীবনযাপনও বাধার মুখে পড়েছে।

এদিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মাসে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :