অসুস্থ হাতিকে দাঁড় করাতে সময়ের প্রয়োজন, রেলকে লাভজনক করা প্রসঙ্গে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:২৩ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:০২

বছরের পর বছর লোকসান গুনে যাচ্ছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রেলওয়ে। এই পরিবহনকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। একইসঙ্গে তিনি এও বলেছেন, ‘অসুস্থ হাতিকে দাঁড় করাতে সময়ের প্রয়োজন।’

মঙ্গলবার দুপুরে রেলভবনের সভাকক্ষে বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের এ কথা বলেন রেলমন্ত্রী।

জিল্লুল হাকিম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে রেলকে লাভজনক, সময়োপযোগী এবং গণমুখী করার চেষ্টা করছেন। তার নেতৃত্ব এবং সুষ্ঠু পরামর্শে আমরা এটার জন্য কাজ করছি।’

রেলকে লাভজনক করার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা, ভাড়া যৌক্তিককরণ এবং রেলের দুর্নীতি দূর করার লক্ষ্যে রেলমন্ত্রী এরইমধ্যে কাজ শুরু করেছেন জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এই সমস্ত বিষয়গুলি ওভারকাম (মোকাবিলা) করাই আগামী দিনের লক্ষ্য।’

ভাড়া যৌক্তিককরণ বলতে কি রেলওয়ে ভাড়া বাড়ানোর কথা বলছেন- এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘সেটা এখনও বলা যাচ্ছে না, তবে ভাড়া বাড়ানো হলে সেটার কারণ ব্যাখা করেই বাড়ানো হবে। বাসের ভাড়া বাড়ছে, প্লেনের ভাড়া বাড়ছে। কিন্তু সবশেষ আট বছর রেলের ভাড়া বাড়ে না। রেলের একটা পরিচালনা ব্যয় আছে, আপনারা যে লাভজনক করতে বলেন, সেই লাভজনক করার সঙ্গে প্রথমে আনুষাঙ্গিক অনেক বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তবে ভাড়া বাড়ানো হলেও এমন পর্যায়ে নিতে হবে যেটা যাত্রীদের জন্য সহনশীল হয়। ভাড়া বাড়াবে কিনা সে বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি।’

কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব পেলে সবার আগে নিজ জেলায় কাজ করেন, রেলমন্ত্রী কি এমনটা করবেন- জিল্লুল হাকিম বলেন, ‘আমি শুধু নিজ এলাকার মন্ত্রী না, আমি পুরো দেশের মন্ত্রী। সারাদেশের মানুষের জন্য যাতে কিছু করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমার নিজের এলাকায় তো ট্রেন চালু আছেই, দেশের সবচেয়ে পুরোনো ট্রেন ব্যবস্থা আমাদের জেলায়।’

সাম্প্রতিক রেলওয়ের নাশকতার বিষয়ে এক প্রশ্নে রেলমন্ত্রী বলেন, ‘এটা তদন্ত পর্যায়ে আছে, প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আমরা অথেনটিক কোনো তথ্য দিতে পারব না।’ (ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :