আদিবাসী গৃহকর্মী প্রীতি উরাও হত্যার বিচার বিশেষ আদালতে করার দাবি      

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২৪, ১৩:৪৫

আদিবাসী গৃহকর্মী প্রীতি উরাও হত্যার বিচার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়ন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক গৃহশ্রমিক সমাবেশে সংগঠনের পক্ষে থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, সংগঠনের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, সংগঠনের উপদেষ্টা কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড জাকির হোসেন রাজু, বিলস্্ এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার, যুগ্ম সম্পাদক কাজী রেনু আরা, লাভলি রেজা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, “আজ থেকে ১৩৮ বছর আগে আমেরিকার সিকাগো শহরের বীরক্তগাথা সংগ্রামের নাম মে দিবস। সেদিন শ্রমিক নেতারা দাবি করেছিল ৮ ঘণ্টা শ্রম, ৮ ঘণ্টা বিশ্রাম ও ৮ ঘণ্টা শিক্ষা ও বিনোদন। ১৩৮ বছর পরও বাংলাদেশে গৃহশ্রমিকেরা ৮ ঘণ্টা শ্রম দিবসের অধিকার থেকে বঞ্চিত। তারা বঞ্চিত বাঁচার মতো মজুরি ও শোভন কর্মপরিবেশ এবং জীবনের নিরাপত্তা। এই গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রম আইন প্রণয়নের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।”

তারা আরও বলেন, “গৃহশ্রমিকরা সুরক্ষার মধ্যে না থাকার কারণে তারা নির্যাতন, ধর্ষণ, হত্যার শিকার হচ্ছে। এই শ্রমিকদের সুরক্ষার জন্য শ্রম আইন প্রণয়নের কোনো বিকল্প নাই।”

তারা গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আরিফ চৌধুরী, নাসিমা বেগম, আখতারি বেগম প্রমুখ।

(ঢাকাটাইমস/০১মে/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আমার একটা সুতাও নাই: ঢাকা টাইমসকে আজিজ আহমেদ

লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী: তদন্তে যা বেরিয়ে এলো

কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

১১২ কোটি টাকার বৈদ্যুতিক তার কিনবে সরকার

আগেও বাংলাদেশে যাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র

ভোটার উপস্থিতি কম: সিইসি বললেন ‘রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত’

উপজেলা নির্বাচন: বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

নিষেধাজ্ঞার পর যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক: আর্টিকেল নাইনটিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :