লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন ক্লপ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৩২

সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল ভক্তদের জন্য আচমকা ধাক্কা খাওয়ার মতো এক খবর দিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।হুট করেই কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ৫৬ বছর বয়সী এই কোচ।

শুক্রবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছে লিভারপুল ক্লাব।

চলতি মৌসুম শেষ হতে এখনও পাঁচ মাস বাকি। তবে এর আগেই বোমা ফাটালেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এবারের মৌসুম শেষে দায়িত্ব ছাড়তে চাইছেন তিনি। ক্লাবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন ইতোমধ্যে। শুক্রবার লিভারপুলের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে সেটি জানানো হয়।

এক্স পোস্টে লিভারপুল জানিয়েছে, ‘এই মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন।’

অ্যানফিল্ডে ক্লপের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে এর আগেই সরে যেতে চাইছেন তিনি। ত নভেম্বরে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা ক্লাবকে জানিয়েছিলেন ক্লপ। ক্লাবও সম্মান জানিয়েছে কোচের এই সিদ্ধান্তকে।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ৫৬ বছর বয়সী এই কোচ বলেন, ‘দম ফুরিয়ে এসেছে। বুঝতে পারছি এই মুহূর্তে এমন সিদ্ধান্তে অনেকেই চমকে যাবেন। তবে অবশ্যই আমার কাছে এর ব্যাখ্যা আছে। অন্তত নিজের জায়গাটা বোঝাতে পারব।’

তিনি আরও বলেন, ‘কীভাবে বোঝাব যে আমার দম ফুরিয়ে এসেছে। এখন কোনো সমস্যা নেই। তবে এটা জানতাম এক সময় এ ব্যাপারে মুখ খুলতেই হবে। এখন ভালো থাকলেও এটা জানি একই কাজ আমি বার বার করতে পারব না।’

লিভারপুল ক্লাবের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ক্লপ বলেন, '‘এই ক্লাবের সবকিছুই আমি ভালোবাসি। এই শহরও ভালোবাসি। সমর্থক, দল, স্টাফ, সবাইকেই ভালোবাসি। কিন্তু এরপরও এমন সিদ্ধান্ত নেওয়ায় বুঝতেই পারছেন আমি এটা সত্যিই চাই এবং নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছি।’

উল্লেখ্য, লিভারপুলের হয়ে সবমিলিয়ে ৪৬০টি ম্যাচে ডাগআউটে দায়িত্ব পালন করেছেন ক্লপ। যেখানে তার দখলে গেছে প্রায় ৬১ শতাংশ জয়। চলতি মৌসুমেও ম্যানচেস্টার সিটির দাপট কমানোয় অন্যতম ভূমিকা রেখে চলেছে ক্লপের লিভারপুল। ইতোমধ্যে তারা লিগ কাপের ফাইনালেও পা রেখেছে। তার দল যখন ফাইনালে চেলসিকে মোকাবিলা করার অপেক্ষায়, ঠিক তখনই এলো এই ঘোষণা। আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে চেলসি ও লিভারপুল।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :