এবার কলকাতার ‘আদর্শ হিন্দু হোটেল’-এর প্রধান মুখ মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২
অ- অ+

দেশের পাশাপাশি ওপার বাংলার দর্শক এবং নির্মাতাদের মন জয় করেছেন জনপ্রিয়তা অভিনেতা মোশাররফ করিম। এরইমধ্যে কলকাতার দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে চলছে তার অভিনীত ‘হুব্বা’ সিনেমাটি। তারই মাঝে এলো নতুন খবর।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার ওপার বাংলার অভিনেতা ও পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় ‘আদর্শ হিন্দু হোটেল’ সিরিজে প্রধান চরিত্রে কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে একই নামে সিরিজটি নির্মাণ করবেন অরিন্দম।

কলকাতার হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন বলছে, ছয় পর্বের ‘আদর্শ হিন্দু হোটেল’ সিরিজে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন মোশাররফ করিম। সিরিজটি প্রযোজনা করবেন অনিলাভ চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়।

অরিন্দম বলেন, ‘অনিলাভ ও শর্মিষ্ঠা আমার দীর্ঘদিনের বন্ধু। আমাকে এই সিরিজটির পরিচালনার জন্য অনুরোধ করা হয়।’

মোশাররফ করিম প্রসঙ্গে কলকাতার এই অভিনেতা ও নির্মাতা বলেন, ‘উনি সিরিজটিতে কাজ করতে ভীষণ আগ্রহী এবং আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন। আমারও মোশাররফ করিমের সঙ্গে কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সিরিজে হাজারি ঠাকুরের চরিত্রে তাকেই দেখা যাবে।’

অরিন্দম শীল আরও জানান, গল্পে কলকাতার রাণাঘাটের রেলস্টেশনের পেছনের ‘আদর্শ হিন্দি হোটেল’-কে তুলে ধরতে সেট বানানো হচ্ছে। কারণ, তখনকার সেই রাণাঘাট, আর এখনকার রাণাঘাট তো আর এক নেই। তাই প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর সবই তৈরি করা হবে। ভিএফএক্সের কাজও থাকবে। সব মিলিয়ে দারুণ কাজ হতে চলেছে।’

‘আদর্শ হিন্দু হোটেল’-এর চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু দাসমুন্সি। সিরিজটির সংগীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ। এর বিভিন্ন চরিত্রে মোশাররফ করিম এবং অনন্যা চট্টোপাধ্যায় ছাড়াও থাকবেন শুভ্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, লোকনাথ দে, উষসী রায়, রেশমী সেন, সামিউল আলম ও অমিত সাহা।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা