ঘুরে দাঁড়ানোর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুমিল্লার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩
অ- অ+

দুই দিন বিরতির পর আজ থেকে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের সিলেট পর্বের খেলা। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঘুরে দাঁড়ানোর ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলে আনা হয়নি কোনো পরিবর্তন। তবে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চট্টগ্রাম।

বিপিএলে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বিপিএলের চলতি আসরে ভালো সময় পার করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে বন্দর নগরীর দলটি। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চ্যালেঞ্জার্স। তারুণ্য নির্ভর চট্টগ্রামে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তানজিদ তামিম ও শাহাদাত দিপু। বল হাতেও প্রস্তত বিল্লাল খান ও আল-আমিন হোসেন।

অন্যদিকে নিজদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রান পাচ্ছে না দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসার প্রতীক লিটন কুমার দাস। তবে দুই পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ হতে পারেন চট্টগ্রামের বিপক্ষে জয়ের নায়ক। বিপএলে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ জয় ও ২ হার নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জাকির আলি, খুশদিল শাহ, তানভির ইসলাম, আমের জামাল, রায়মন রেইফার, আলিস ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা