যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫
অ- অ+

যশোর কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান (৭০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে কারাগার থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ান তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাবিবুর রহমান মাগুরার শালিখা উপজেলার কোর্টপাড় গ্রামের মৃত গহর আলীর ছেলে। ২০০৩ সালের একটি হত্যা মামলায় ৩০২ ধারায় মৃত্যদণ্ডাদেশপ্রাপ্ত হন তিনি। তার লাশ ময়নাতদন্তের অপেক্ষায় বর্তমানে হাসপাতালল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের ব্যবস্থা শেষে তার লাশ আত্মীয়-স্বজন কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল ইসলাম বলেন, মাগুরা থেকে ২০-৬-২০২৩ তারিখে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাগুরা থেকে যশোর কারাগারে আসেন। তিনি বয়স্ক মানুষ নিয়মিত পেসারের ওষুধ খেতেন। আজ হঠাৎ করে বুকে ব্যথা উঠে এরপর তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা