কুমিল্লায় দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ১৬ কিশোর গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৭
অ- অ+

কুমিল্লায় ‘রতন গ্রুপ’ ও ‘ঈগল গ্রুপ’ নামের দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে নগরীর ঈদগাহ ও সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্র ও বেশকিছু ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে ১৬ কিশোরসহ তাদের ব্যবহৃত অস্ত্র ও বেশকিছু ককটেল উদ্ধার করে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান।

তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটি কিশোর গ্যাংয়ের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুগ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ফলে আশপাশের এলাকার জনমনে ভয়ভীতির সৃষ্টি হয়। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ১৬ জন কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কুমিল্লায় যে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় আছে। তাদেরকে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে৷ আমরা অভিযান চালিয়ে গ্রুপের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা