শ্রীলঙ্কা সিরিজ সাকিবের না খেলা প্রসঙ্গে যা বললেন নির্বাচক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩
অ- অ+

ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। মাস খানেকেরও বেশি সময় ধরে হয়েছে অবস্থার আরও অবনতি। যে কারণে চলতি বিপিএলের শুরু থেকে বেশ স্ট্রাগলই করেছেন সাকিব, কয়েক ম্যাচে ব্যাটিংয়ে নামেননি। পরে অবশ্য ইংল্যান্ড, সিঙ্গাপুর থেকেও চিকিৎসা সেরেছেন তিনি।

বর্তমানে অবশ্য কিছুটা স্থিতিশীল অবস্থায় সাকিব, ব্যাটেও ফিরেছে রান। চলমান বিপিএলের পরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই টাইগারদের সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে নাজমুল শান্তকে নতুন করে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।

তবে ঠিক কি কারণে দলে নেই, সেই বিষয় নিয়ে আজ বুধবার গণমাধ্যমে উত্তর দিয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলছিলেন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে... ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। ও ভালো ট্রিটমেন্ট করবে সম্ভবত।’

সাকিব কি এই ঘরোয়া ক্রিকেট খেলবেন— জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘এখনও আমি জানি না। এটা আসলে কী হয়, আলোচনা এমন হয়েছে পরিবেশই এভাবে তৈরি হয়েছে। কারণ ওর এরকম সমস্যা চলছে। মেডিকেল দলের যে কথা, সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি। এই-ই, আর কিছু না। ’

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ ছন্দে আছেন সাকিব। ব্যাট হাতে ৮ ম্যাচে করেছেন ১৩৪ রান। বল হাতেও পেয়েছেন ১৩ উইকেট। জাতীয় দলের সাবধানতার খবর কি সাকিবের ফ্র্যাঞ্চাইজিকেও পৌঁছে দেওয়া হয়েছে?

রাজ্জাক এ নিয়ে বলেন, এটা মেডিকেল টিমের ব্যাপার। ওর যে অসুস্থতা, মেডিকেল টিমই ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে রিপোর্ট যা আসবে তার ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেব। তারপরের স্টেপগুলো আসলে একেকটা সেক্টরে একেক জিনিস। (ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা