হোটেলে ক্যারিবীয় ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি নুরুল হাসান সোহানের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১ | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৯

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রামের র‍্যাডিসন হোটেলে অবস্থান করছে এবারের বিপিএলের ৫ দল। ফলে হোটেলের লবিতে সবসময় লেগে থাকে উৎসবমুখর পরিবেশ। তবে এমন পরিবেশেও ঘটে যায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। জানা গেছে, একটি ছোট বিষয় নিয়ে এক ক্যারিবীয় ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

নিজ নিজ দলের খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিরা আগলে রাখে। তবে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়। সোহানের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারের দ্বন্দ্বে জড়ানোর কারণ মূলত রুম নিয়ে। রংপুরের অধিনায়ক ভুল করে অন্য রুমে ঢুকে যান। তখন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি।

পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায় বিষয়টি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।

এমন ঘটনার পর এক নিরাপত্তা গোয়েন্দা বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’

এ বিষয় নিয়ে রংপুর রাইডার্স প্রকাশ্যে কিছু আনেনি। বিসিবির নিরাপত্তা সংশ্লিষ্টরা বিষয়টির সত্যতা স্বীকার করেছে। (ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :