বিপিএলের প্লে-অফে একদল, বাকি তিনের জন্য লড়ছে চার দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২২
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ কোনো খেলা নেই। একদিনের বিরতি শেষে কাল থেকে আবারও মাঠে গড়াবে খেলা। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় আছে শেষ লিগ পর্বের ম্যাচ। শেষ পর্যায়ে এসেও এখনও নিশ্চিত নয় প্লে অফ লাইনআপ। মাত্র একটি দল নিশ্চিত করেছে নকআউট পর্ব। বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে চারটি। যে জটিল সমীকরণ মেলালে টিকিট মিলবে প্লে অফের তাই জেনে নেবো এবার।

জমে ওঠা বিপিএল-এর শেষটা উত্তেজনায় ভরপুর। একমাত্র সাকিবের রংপুর রাইডার্স নিশ্চিত করেছে প্লে অফ খেলা। টানা সাত জয়ের পরও নিশ্চিত হয়নি সেটা প্রথম কোয়ালিফায়ার নাকি এলিমিনেটর।

নকআউটের বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে চার দল। পয়েন্ট টেবিল বলছে সবারই সম্ভাবনা আছে। কুমিল্লা, বরিশাল কিছুটা এগিয়ে। মাত্র এক ম্যাচ বাকি থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সুযোগটাও ভালোই। খুলনার জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু অসম্ভব নয়। সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা এই অংকের জটিল সমীকরণ থেকে মুক্ত, স্বাধীন। তাদের এবারের বিপিএল যাত্রা ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে।

এবার আসা যাক নকআউটে যাওয়ার জন্য দল গুলোর যা করণীয়। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর একটি ম্যাচ জিতলেই নিশ্চিত তাদের প্লে-অফ খেলা। আর দুই ম্যাচ জিতলে প্রথম কোয়ালিফায়ারই খেলতে পারবে। রংপুরকেও সে সুযোগ নিতে জিততে হবে বাকি দু’ম্যাচের একটি।

তামিমের বরিশালের জন্য কাজটা সহজ। নিজেদের বাকি দু’ম্যাচ জিতলে আর কারও দিকে তাকাতে হবে না। ১৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত প্লে অফ। তবে এক ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। যদিও তাদের বাকি দু’ম্যাচ রংপুর আর কুমিল্লার সঙ্গেই।

টেবিলের চতুর্থ স্থানটার জন্য শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে। চট্টগ্রাম ও খুলনা যার দাবিদার। এই দু’দলের মধ্যেও লড়াই বাকি। চট্টগ্রাম দু’পয়েন্টে এগিয়ে খুলনার চেয়ে এডভান্টেজে। তাই টাইগারসদের কাজ চট্টগ্রাম ও সিলেটের বিপক্ষে জেতা।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বেশকিছু এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা