বিপিএল: ছিটকে যাওয়া সিলেটের মুখোমুখি হচ্ছে কুমিল্লা

একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে টেবিলের তলানির দিকে থাকা সিলেট স্ট্রাকার্স ও গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ ম্যাচে ৭ জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে। তারপরও এখনও নিশ্চিত নয় প্লে অফের খেলা। আর মাত্র এক ম্যাচ জিতলেই প্লে অফে খেলার টিকিট পেয়ে যাবে তারা। তার আজকের ম্যাচ জিতে প্লে অফে খেলা নিশ্চিত করতে চাইবে তারা।
অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বড় তারকা মুস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে পাঁচটি সেলাই লাগানো হয়েছে। তাই আজকের ম্যাচে তাকে পাচ্ছে না কুমিল্লা।
অন্যদিকে সময়টা একদমই ভালো যাচ্ছে না গত আসরের রানারআপ সিলেট স্ট্রাইকার্সের। টানা পাঁচ হারে লড়াই থেকে ছিটকে যাওয়া সিলেট স্ট্রাইকার্স ঘুরে দাঁড়িয়েছিল শেষদিকে এসে।টানা দুই জয়ে প্লে অফের আশা টিকে ছিল তাদের।কিন্তু পরের ম্যাচেই আবার হরের তিক্ত পায় তারা। ১০ ম্যাচে ৭ হারে এবারের আসর থেকে ছিটকে গেছে তারা। আজকের ম্যাচ তাই তাদের কাছে শুধু নিয়ম রক্ষার।
আসর থেকে ছিটকে গেরেও এখনো তাদের হাতে আছে ২ ম্যাচ। পরের রাউন্ডের দৌড়ে না থাকলেও এই দুই ম্যাচের জন্য কেনার লুইসকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার্সরা। আজকের ম্যাচে সিলেটের হয়ে মাঠে নামতে পারেন তিনি। (ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন