তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রবিউল ইসলাম রবি (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

এ সময় মোটরসাইকেল আরোহী নিরব হোসেন গুরুতর আহত হন।

বুধবার বিকালে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট-জামতৈল আঞ্চলিক সড়কের বগা ব্রিজ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত কলেজছাত্র রবিউল ইসলাম রবি উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও শেরপুর সামিট কলেজের এইসএসসির প্রথম বর্ষের ছাত্র এবং আহত কলেজছাত্র নিরব একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান জানান, কলেজছাত্র রবিউল ইসলাম রবি তার বন্ধু নিরবকে নিয়ে সিংড়ার বামিহাল কলেজে যাওয়ার পথে বগা ব্রিজ নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী বন্ধু নিরব গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত কলেজছাত্র রবিউল ইসলাম রবির মরদেহ তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা