মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপের চাপায় হাফেজ রায়হান মিয়া নামে মোটরসাইকেল আরোহী এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক রায়হানের বাবা হাবিবুর রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুলশিক্ষক হাবিবুর রহমানের ছেলে। তিনি বছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলেন।

পুলিশ জানায়, রায়হান মিয়া সকালে তার বাবা হাবিবুর রহমানের সঙ্গে মোটরসাইকেল যোগে পরীক্ষা দিতে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে পৌঁছালে সিএনজি চালিত একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রায়হান তার বাবা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। সময় গরু বোঝাই একটি পিকআপ রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। গুরুতর আহত হন রায়হানের বাবা। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে বিকল 'এম ভি মালেক শাহ'র ৮ জন জেলে জীবিত উদ্ধার 
ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখায় হাফেজে কুরআন সংবর্ধনা
আইপিএলের ৩ ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় সাকিব, ভারতীয় পত্রিকার দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা