দাম বাড়ল বিপিএলের প্লে-অফের টিকিটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের রাউন্ড রবিন লিগ শেষ হচ্ছে আজ (শুক্রবার)। প্লে-অফ’সহ টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আজ নতুন করে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিটমূল্য প্রকাশ করেছে বিসিবি। যেখানে আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে টিকিট মূল্য।
বিপিএল এখন শেষের পথে। এরইমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে খুলনার।
প্লে-অফ শুরুর আগেই শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে টিকিটের দাম জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিটের দামও বেড়েছে। লিগ পর্বে ৪০০ টাকা থাকলেও প্লে অফে এই টিকিটের দাম করা হয়েছে ৫০০ টাকা।
ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ টাকাই থাকছে। দাম অপরিবর্তিত আছে ভিআইপি স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ডেরও। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২৫০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও, টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন।
টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) থেকে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও।
আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচ ও সন্ধ্যা ৭টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।
(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন