বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮

যশোরের বেনাপোলের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে একজন মাদক কারবারি, একজন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আট আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পোর্ট থানার পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেনাপোলের সাদীপুর গ্রামের নবী ছদ্দিনের ছেলে সাহেব আলী (৬৫) ও পরোয়ানাভুক্ত আসামি হলেন একই গ্রামের মাঠপাড়ার মৃত আ. রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম (২২)। এছাড়া গ্রেপ্তারকৃত নিয়মিত মামলার আট আসামির নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারেন বেনাপোলের বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার ওপর মাদকের একটি চালান নিয়ে সাহেব আলী নামে মাদক কারবারী অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে ১২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। পরে ওই মাদক কারবারীর স্বীকারোক্তি অনুযায়ী সাদীপুর গ্রামে তার নিজ বাড়ির পেছনে লুকিয়ে রাখা আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে বেনাপোলের বিভিন্ন এলাকায় থেকে ৮ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পোর্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। বাকি আসামিদের একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং ৮ জন নিয়মিত মামলার আসামি হওয়ায় তাদের সবাইকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :