জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪০
অ- অ+

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের দস্তপুর ভাটার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের এনামুল হকের ছেলে ওমর আলী (২০) একই গ্রামের মাসুম সাজ্জাদের ছেলে শিশির (১৯), খাসবা গুড়ি গ্রামের ধলু হোসেনের ছেলে লিমন হোসেন (১৯) ও একই গ্রামের রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (১৯)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, সংঘবদ্ধ চক্রটি রাতের বেলায় জেলার বিভিন্ন সড়কে খালি পিকআপভ্যান নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনো মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনো যাত্রীদের খুন করে লাশ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুরানাপৈলের দস্তপুর ভাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো চাকু, লোহার তৈরি পাইপ ও প্লাস্টিকের রশি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতে মসজিদ পরিদর্শনে ট্রাম্প, বললেন ‘বিস্ময়কর সংস্কৃতি’
বাংলাদেশকে কোনো পরাশক্তির কাছে বন্ধক রাখতে চাই না: হাসনাত আবদুল্লাহ
নির্বাচন দিন, কেন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, আপনার বোঝা উচিত: ড. ইউনূসকে কামাল জামান মোল্লা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলো সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা