শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৪| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৬
অ- অ+

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৮ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন শপথ নিয়েছেন। পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেন।

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন। বিকাল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

এরপর মঙ্গলবার নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/কেএ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতীয় গুপ্তচরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করুন : জাগপা যুক্তরাষ্ট্র 
সেনানিবাসের অভ্যন্তরে হিন্দুস্থানী সামরিক কর্তা কেন? - রাশেদ প্রধান
অপরাধীকে কখনও বিএনপি প্রশ্রয় দেয়নি: কাইয়ুম চৌধুরী
কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা