আন্তর্জাতিক গণমাধ্যমে বেইলি রোডের আগুন 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১৫:৩০| আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৬:০৬
অ- অ+

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবার পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। মর্মান্তিক এই ঘটনার সংবাদ দেশের সংবাদমাধ্যম ছাড়াও ফলাও করে প্রচার করেছে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশে একটি ছয় তলা ভবনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৬ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। যেখানে অনেক পরিবার তাদের শিশুদের নিয়ে খাবার খাচ্ছিল। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার রাতে একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত এবং এবং ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে গ্রিন কোজি কটেজ শপিং মলে নামে একটি ছয় তলা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

ফায়ার সার্ভিসের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঢাকার অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির জন্য স্পষ্টভাবে নিরাপত্তা ত্রুটি দায়ী। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, ফলে আরও বেশি মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

ভারতের আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের ঢাকায় বহুতলে আগুন লেগে মৃত অন্তত ৪৫, আহত বহু, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে সেই ভয়াবহ আগুন।

(ঢাকাটাইমস/০১মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা